Virat Kohli: তৃতীয় টেস্টে কী বিরাট কোহলি খেলবেন, অবশেষে এল বড় আপডেট
Jan 08 2022, 09:50 AM ISTপিঠের ব্যথার কারণে জোহানেসবার্গে (Johannesburg) দ্বিতীয় টেস্ট খেলেননি বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)দল। কেপটাউনে (Cape Town) তৃতীয় টেস্টে ভারত অধিনায়ক (Indian Captain) বিরাট কোহোলি খেলবেন কিনা সেই বিষয়ে পাওয়া গেল বড় আপডেট।