সংক্ষিপ্ত

পিঠের ব্যথার কারণে জোহানেসবার্গে (Johannesburg) দ্বিতীয় টেস্ট খেলেননি বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)দল। কেপটাউনে (Cape Town) তৃতীয় টেস্টে ভারত অধিনায়ক (Indian Captain) বিরাট কোহোলি খেলবেন কিনা সেই বিষয়ে পাওয়া গেল বড় আপডেট। 
 

ব্যাট হাতে ভালো পারফর্ম করলেও, দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর কেএল রাহুল (KL Rahul) অধিনায়কত্ব নিয়ে তুলে দিয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই সমালোচকরা রাহুলকে ব্য়াটিংটাই বেশি মন দিয়ে করার পরামর্শ দিয়েছেন। কিন্তু একটি ম্য়াচ দেখেই রাহুলকে অধিনায়ক হিসেবে কতটা ভালো তার বিচার করা যুক্তিযুক্ত নয়। বিরাট কোহলি (Virat Kohli) শেষ মহূর্তে পিঠের ব্যাথার কারণে না খেলাতেই স্ট্যান্ডবাই অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন কেএল রাহুল। তবে যেখানে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হল,সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা, তৃতীয় টেস্ট নির্ণায়ক ম্য়াচে পরিণত হল,সেখানে তৃতীয় টেস্ট বিরাট কোহলি খেলবেন কিনা তা নিয়েই চলছে জল্পনা। তৃতীয় টেস্ট শুরুর আগে বিরাট কোহলির খেলা নিয়ে বড়সড় আপডেট দিলেন ভাররতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। 

জোহানেসবার্গে পিঠে ব্যাথার কারণে বিরাট কোহলি খেলেননি। অনেকেই বলছে ব্যাট হাতে বিরাট কোহলি রান না পেলেও, মাঠে অধিনায়ক কোহলি থাকলে হয়তো ম্য়াচের ফল অন্যরকম হতে পারত। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় আশাবাদী তৃতীয় টেস্ট দলের ব্যাটন ফের সামলাবেন বিরাট কোহলিই। শেষ দু’দিন কোহলি অনেকটাই স্বাভাবিক ভাবে চলাফেরা করছেন। নেটে ব্যাটও করেছেন। বলে জানিয়েছেন দ্রাবিড়। সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন,'আমার মনে হয় বিরাট পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। শেষ কয়েক দিন ধরে ট্রেনিং করছে। দৌড়নো শুরু করেছে। নেটে থ্রো ডাউনের সাহায্যে ব্যাট করেছে শেষ দু’দিন। কেপ টাউনের আগে আরও দু’টো নেট সেশন পাবে। তা ছাড়া এখনও চার দিন পরে খেলা। আমি আশা করছি, ও খেলবে।' তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ফিজিও নেবেন বলেও জানিয়েছেন বিরাট-রাহুলদের হেডস্যার।

দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতেছিল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার গড় বলে পরিচিত সেঞ্চুরিয়নে প্রথম এশীয় দল হিসেবে ইতিহাস তৈরি করেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। একইসঙ্গে তিন ম্যাচের সিরিজে এসেছিল ১-০ ব্যবধানে লিডও। সেঞ্চুরিন টেস্ট জয়ের পর ভারতীয় ক্রিকেট প্রেমিরা এপ্রকার ধরেই নিয়েছিল পয়া জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট জিতে ইতিহাস তৈরি করে ফেলবে দেশ। প্রথমবার প্রোটিয়াভূমে রচিত হবে টেস্ট সিরিজ জয়ের বীরগাঁথা। এর আগে জোহানেসবার্গে কোনও টেস্ট হারেনি ভারতীয় দল। ৫টির মধ্যে দুটিতে এসেছিল জয় ওতিনটি ম্যাচ ড্র হয়েছিল। কিন্তু প্রথমে বিরাট কোহলির না খেলা ও ভারতীয় দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে পয়া জোহানেসবার্গ দ্বিতীয় টেস্ট হারতে হয় টিম ইন্ডিয়াকে। তবে তৃতীয় টেস্টে রাহুল দ্রাবিড় বিরাট কোহলির খেলার ইঙ্গিত দেওয়া দলের ঘুড়ে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী ক্রিকেট প্রেমিরা।