ইনস্টাগ্রাম ভারতে লঞ্চ করতে চলেছে টেক এ ব্রেক ফিচার, জেনে নিন কীভাবে কাজ করবে এটি
Feb 08 2022, 11:19 AM ISTমেটা (Meta) -মালিকানাধীন কোম্পানি সিকিউর ইন্টারনেট ডে ২০২২ (Safer internet day 2022) এর আগে ভারতে "Take a Break" ফিচারটি লঞ্চ করেছে৷ এই ফিচারটি (Instagram Feature) ভারত-সহ সমস্ত দেশে শুরু হয়েছে। নাম অনুসারে, Take a Break ফিচারটি ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম (Instagram) থেকে বিরতি নিতে বলবে এবং পরামর্শ দেবে যে তারা অ্যাপ থেকে আরও বিরতি নেওয়ার জন্য রিমাইন্ডার সেট করুন।