বুধবার সকালে স্ত্রী রাধাবাই খাড়গেকে নিয়ে ভোট দিতে এলেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ভোট দিয়ে বেরিয়ে জয় নিয়ে আশাপ্রকাশ করলেন তিনি।
ভোটের দিন সকালে কর্ণাটকের তরুণ প্রজন্মের জন্য বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুথে বুথে লাইন পড়েছে সকাল থেকেই। প্রায় সব জেলাতেই ভোটার উপস্থিতির হার চোখে পড়ার মতো। কোন জেলায় কত ভোটার উপস্থিতির হার? দেখে নেওয়া যাক।
দ্বিতীয় বারের জন্য আবারও ক্ষমতায় ফেরার মরিয়া চেষ্টা করছে। এই বারে ক্ষমতা ধরে রাখতে পারলে নতুন রেকর্ড গড়বে গেরুয়া শিবির। অন্যদিকে ক্ষমতা দখলের লড়াইয়ে পিছিয়ে নেই কংগ্রেসও, জেডিএসও। যদিও দক্ষিণের এই রাজ্যে জয় নিয়ে আশাবাদী বিজেপি।
কর্ণাটক নির্বাচনে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের লম্বা তালিকা রয়েছে। কিন্তু কোন প্রার্থীর অতীত পরিষ্কার আর কে তার গায়ের দাগ লুকিয়ে রেখেছে-এটা বোঝা ও জানা সম্ভবত ভোটারদের প্রথম অধিকার।
কর্ণাটকের নির্বাচনের দায়িত্বে থাকা রণদীপ সিং সুরজেওয়ালা নির্বাচন কমিশনকে দীর্ঘ অভিযোগ জানিয়েছেন। তিনি বলেছেন প্রচার শেষে প্রধানমন্ত্রী কী করে এই পদক্ষেপ করতে পারেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কি এই বিষয়ে নীরব ও অসহায় দর্শক হয়ে থাকবে।
কর্ণাটকে ২৬১৫ প্রার্থীর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২৪৩০ ও মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ১৮৪ জন। তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কর্ণাটকে তরুণ ভোটারের সংখ্যা ১১ লক্ষেরও বেশি।
রবিবার শিবমোগায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেছিলেন যে তিনি পুরো কর্ণাটককে আশ্বস্ত করতে চান যে তাঁর দল আন্তরিকভাবে এটির বিকাশ করবে এবং এর প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে।
রবিবার রাতে কর্নাটকের মহীশূরে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোড শো চলাকালীন তাঁর গাড়ি লক্ষ্য করে উড়ে আসে একটি মোবাইল ফোন। ঘটনায় গুরুতরভাবে আঘাত লাগতে পারত প্রধানমন্ত্রীর।
এবার নির্বাচনের মেগা প্রচারের জন্য আগামী ২৯ এপ্রিল কর্ণাটকে পৌঁছচ্ছেন মোদী। এপ্রিলের ২৬ তারিখ থেকেই ভোটের প্রচারে একের পর এক কর্মসূচির পরিকল্পনা রয়েছে পদ্ম শিবিরের।