সংক্ষিপ্ত
ভোটের দিন সকালে কর্ণাটকের তরুণ প্রজন্মের জন্য বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কর্ণাটকে কি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসবে বিজেপি? নাকি রাজনৈতিক পালা বদল দেখবে দক্ষিণের এই রাজ্য। আজ কুর্সি দখলের লড়াই কর্ণাটকে। ১০ মে বুধবার সকাল থেকেই বুথে বুথে লাইন পড়েছে ভোটারদের। জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। অন্যদিকে পিছু হটতে নারাজ কংগ্রেসও। এরই মধ্যে ভোটের দিন সকালে কর্ণাটকের তরুণ প্রজন্মের জন্য বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী টুইটবার্তায় লেখেন,'কর্ণাটকের জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং প্রথমবারের মতো ভোটারদের বিপুল সংখ্যক ভোট দেওয়ার এবং গণতন্ত্রের উত্সবকে সমৃদ্ধ করার জন্য অনুরোধ করছি।'
অন্যদিকে বুধবার বেলা ১০টা নাগাদ ভোট দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ওয়েদুরাপ্পা। বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ বিজেপির পক্ষে ভোট দেবে বলেও দাবি করেন তিনি। ওয়েদুরাপ্পা বলেন,'সকাল সকাল ভোট দিন। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে মানুষ বিজেপিকে ভোট দেবে। এ রাজ্যের ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ বিজেপিকে সমর্থন করে। আমরা ১৩০ থেকে ১৩৫টি আসন পেতে চলেছি।'
বুধবার সকাল ৭টায় শুরু হয়েছে কর্ণাটকের ২২৪টি আসনের ভোট গ্রহণ। ভোট গ্রহণ হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৫ কোটিরও বেশি ৩১ লক্ষেরও বেশি ভোটার ২৬১৫ জন প্রার্থীর ভাগ্য আগামী পাঁচ বছরের জন্য নির্ধারণ করবেন। ভোট গ্রহণ হবে ৫৮ হাটার ৫৪৫টি পোলিং স্টেশনে। প্রত্যেকটি বুথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্ণাটকে ২৬১৫ প্রার্থীর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২৪৩০ ও মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ১৮৪ জন। তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কর্ণাটকে তরুণ ভোটারের সংখ্যা ১১ লক্ষেরও বেশি। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী ৪ লক্ষেরও বেশি পোলিং কর্মী ভোট প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন।
সকাল ৯টা পর্যন্ত কর্ণাটকের সব বুথ মিলিয়ে মোট ভোটার উপস্থিতির হার ৭.৮৩ শতাংশ। এর মধ্যে বিবিএমপি (সেন্ট্রাল)-এ ভোটার উপস্থিতির হার ৭.৮৯ শতাংশ। বিবিএমপি (উত্তর)-এ ৭.৫৫ শতাংশ। বিবিএমপি (দক্ষিণ)-এ ভোটার উপস্থিতির হার প্রায় ৬.৪৫ শতাংশ। বালাকোটে ৮.৫২ শতাংশ। ব্যাঙ্গালোর রুরালে হার ৭.৭২ শতাংশ। ব্যাঙ্গালোর আরবানে হার ৯.১১ শতাংশ। বেলগাঁও-তে ভোটার উপস্থিতির হার ৭.৪৭ শতাংশ। বেলারিতে ৮.৮৪ শতাংশ। বিদারে ৭.৬৪ শতাংশ। বিজাপুরে ভোটার উপস্থিতির হার ৮.৩৬ শতাংশ।
আরও পড়ুন -
হাড্ডাহাড্ডি লড়াই কর্ণাটকে, কোন জেলায় ভোটার উপস্থিতির হার কত? দেখে নিন
'আমরা ১৩০ থেকে ১৩৫টি আসন পেতে চলেছি' জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রবীণ বিজেপি নেতা বিএস ওয়েদুরাপ্পা