Kiara Advani News -

96 Stories

Kiara Advani : 'আমাকে নেমন্তন্ন করেনি', ভিকি-ক্যাটের বিয়ে নিয়ে মুখ খুললেন কিয়ারা

Dec 05 2021, 04:21 PM IST
চলতি মাসের আগামী ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রাজস্থানের বারওয়ারাতে অনুষ্ঠিত হতে চলেছে রাজকীয় বিয়ের আসর। বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই যে অনুরাগীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিয়ের ভেন্যু থেকে সাজপোশাক নিয়ে সবটা প্রকাশ্যে এসেছে অনেকদিন আগেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারাকেভিক্যাটের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে দেখা যায় পুরো বিষয়টি খানিকটা এড়িয়ে গেছেন। কিয়ারা বলেন, ওদের বিয়ে হচ্ছে, এই বিষয়ে শুনেছি। কিন্তু আমাকে তো নেমন্তন্ন করা হয়নি। এই উত্তর দেওয়ার পরই থেমে যান অভিনেত্রী। কিন্তু কেন কিয়ারা নেমন্তন্ন করা হয়নি, তা নিয়ে জল্পনা শুরু হয়ে বলিপাড়ার অন্দরে।

More Trending News

Top Stories