ভোটের আগেই বাতিল হয়ে যাবে সায়নী ঘোষের প্রার্থীপদ? কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন
May 15 2024, 02:59 PM ISTপরপর দুটি নির্বাচনে দেওয়া হলফনামায় যে আয়ের তথ্য রয়েছে, তাতে পাওয়া গিয়েছে বিস্তর গরমিল। ২০২৪ সালের হলফনামায় যে তথ্য সায়নী দিয়েছেন, তার সঙ্গে ২০২১ সালে তার দেওয়া হলফনামার হিসেবনিকেশ মিলছে না।