সংক্ষিপ্ত

এই লোকসভায় মোট ক'টা আসন পাবে বিজেপি? সহজ হিসাব দিলেন প্রশান্ত কিশোর

এই লোকসভায় মোট ক'টা আসন পাবে বিজেপি? এবার এই বিষয়ে মতামত দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

পিকের ভবিষ্যৎবাণীযে প্রায় সত্যি হয় তার প্রমাণ অনেকবারই পাওয়া গিয়েছে। তাই এই লোকসবা নিয়েও ভবিষ্যৎবাণী করলেন এই ভোটকুশলী। ২৪-এর লোকসভায় বিজেপি মোট কটা আসন পাবে এই নিয়ে কী জানালেন পিকে?

প্রশান্ত কিশোরের দাবি, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে বিজোপির আসন বাড়ছে। তামিনাড়ুতেও বাড়বে বিজেপির ভোট শতাংশ। শুধু তাই নয় উত্তর ও পশ্চিম ভারতেও বিজেপির আসন কমছে না বলেই জানিয়েছেন পিকে।

এদিন তেজপ্রতাপ যাদবকেও কটাক্ষ করেছেন পিকে। তিনি জানিয়েছেন, "বিহারের মানুষ বিশ্বাস করেন যে বিজেপি জাতপাত, ধর্ম ও গুন্ডামির উর্ধ্বে গিয়ে রাজনীতি করতে পারে না। লালু-নীতীশ গত তিরিশ বছর শাসন করে সবচেয়ে বিশ্বাস ভাঙার কাজ করেছেন।"