Malaika Arora News -

159 Stories

গোপন সঙ্গম থেকে রোম্যান্স, মালাইকার 'ডার্টি সিক্রেট' জানার পর কী অবস্থা হয়েছিল অভিনেত্রীর মায়ের

Aug 31 2022, 06:32 PM IST
কাজের থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে থাকেন মালাইকা। ট্রোল যেন তার নিত্যদিনের সঙ্গী। অভিনেত্রীকে নিয়ে ওঠা ট্রোল নিয়ে বেজায় চিন্তিত অভিনেত্রীর বাবা ও মা, সম্প্রতি সাক্ষাৎকারে নিজেই ফাঁস করলেন বলি ফ্যাশনিস্তা। সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, কে আমাকে নিয়ে কী বলল তা মাঝেমধ্যেই আমার বাবা ও মা জানাতে চায়। যদিও শেষ পর্যন্ত আমি বাবা ও মাকে বলি ওইসব নোংরা জিনিস পড়ার অভ্যাগ ত্যাগ করো। এইসব পরে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। মালাইকার এই কথা অবশেষে শুনেছেন অভিনেত্রী বাবা ও মা। মেয়ের নামে ওঠা নেতিবাচক মন্তব্যকে মোটেই পাত্তা দিতে রাজি নন তারা। উল্টে সমস্ত গুঞ্জন উড়িয়ে অর্জুন ও মালাইকার পাশে রয়েছেন অভিনেত্রীর মা ও বাবা।

অর্জুনের সঙ্গে চরম ঘনিষ্ঠতায় মত্ত মালাইকা, ভাইরাল ভিডিও ফাঁস হয়ে গেল নেটদুনিয়ায়

Aug 28 2022, 12:48 PM IST
ডিজাইনার কুণাল রাওয়ালের প্রাক বিয়ের অনুষ্ঠানে ফাটিয়ে মজা করেছেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। ২৮ আগস্ট অর্পিতা মেহতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন কুণাল। বিয়ের আগেই একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে অর্জুনের সঙ্গে একসঙ্গে উদ্দাম নাচতে দেখা গেছে মালাইকাকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আইভরি রঙের লেহেঙ্গা পরে ছাইয়া ছাইয়া গানে উদ্দাম নাচছেন মালাইকা। এরপরই অর্জুনকে মালাইকার গায়ে মাথা রেখে বোল্ড স্টেপে নাচ করতে দেখা গেছে। ছাইয়া ছাইয়া গানের তালে হুক স্টেপে স্টেজে রীতিমতো আগুন জ্বালিয়েছেন মালাইকা আরোরা, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।