CSK vs RR- সিএসকের হয়ে একাই লড়লেন মইন আলি, রাজস্থান ১৫১ রানের টার্গেট দিল চেন্নাই
May 20 2022, 09:29 PM ISTআজ আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস (CSK vs RR)। লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকতে জয় দরকার সঞ্জু স্যামসনের দলের। অপরদিকে মরসুমের শেষ ম্য়াচ জয় পেতে মরিয়া এমএস ধোনির দল। প্রথমে ব্য়াট করে ১৫০ রান করল চেন্নাই। সর্বোচ্চ ৯৩ রান করলেন মইন আলি।