সংক্ষিপ্ত

আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (MI vs CSK)। প্রথমে ব্য়াট করে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে গেল সিএসকে। ৩১ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌছে যায় মুম্বই।

এবারের মত আইপিএলে শেষ চারে ওঠার আশা শেষ হয়ে গেল চেন্নাই সুপার কিংসের। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে ম্য়াচ হারে এমএস ধোনির দল। একইসঙ্গে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম পর্বে হারের বদলা নিল রোহিত শর্মার দল।  ম্য়াচে টস জিতে বোলিংয়ের করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ১৬ ওভারে মাত্র ৯৭ রানে  অলআউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন এমএস ধোনি। এছাড়া কোনও ব্য়াটসম্যান ১৫ রানের গণ্ডী পর্যন্ত টপকাতে পারেনি। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ড্য়ানিয়েল সামস। ২টি করে উইকেট নেন রিলে মেরেডিথ ও কুমার কার্তিকে। একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরা ও রমনদ্বীপ সিং। রান তাড়া করতে নেমে ১৪ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় মুম্বই। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন তিলক ভার্মা। ১৮ রান করেন রোহিত শর্মা ও ঋত্ত্বিক শকিন। ১৬ রান করেন টিম ডেভিড। চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন মুকেশ চৌধুরী। 

 

 

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। ১ রানেই প্রথম ওভারে প্রথম উইকেট পড়ে সিএসকের। খাতা না খুলেই ড্যানিয়েল সামসের বলে আউট ডেভন কনওয়ে। মইন আলিও এসে শূন্য রানেই সামসের দ্বিতীয় শিকার হয়। দ্বিতীয় ওভারে ৫ রানে তৃতীয় উইকেট পড়ে চেন্নাইয়ের। জসপ্রীত বুমরার বলে ১ রান করে আউট হন রবিন উথাপ্পা।  দলের ১৭ রানের মাথায় ব্যক্তিগত ৭ রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। ২৯ রানে পঞ্চম উইকেট পড়ে। ১০ রান করে রিলে মেরেডিথের শিকার হন অম্বাতি রায়ডু। শিবম দুবেও ১০ রান করে রিলে মেরেডিথের বলে আউট হন। ৩৯ রানে ষষ্ঠ উইকেট পড়ে। এরপর একদিক থেকে একাই লড়াকু ইনিংস খেলেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। বেশ কিছু অনবদ্য শট খেলেন তিনি। ধোনি ও ব্রাভো ৩৯ রানের পার্টনারশিপ করে। ৭৮ রানে সপ্তম উইকেট পড়ে চেন্নাইয়ের। ১২ রান করে কুমার কার্তিকের বলে আউট হন ব্রাভো। ৮০ রানের মাথায় ২ রান করে কুমার কার্তিকের দ্বিতীয় শিকার হন সিমারজিৎ সিং। ৮১ রানে পড়ে নবম উইকেট।  রমনদ্বীপ সিংয়ের বলে শূন্য রানে আউট হন মাহেশ থিকসানা।  দলের ৯৭ রানে শেষ উইকেট পড়ে। ৪ রান করে রান আউট হন মুকেশ চৌধুরী। শেষ পর্যন্ত ৩৬ রান করে নট আউট থাকে ধোনি। 

 

 

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো মুম্বই ইন্ডিয়ান্সেরও। অল্প রান নিয়ে লড়াই করার চেষ্টা করে সিএসকে। ৬ রানে প্রথম উইকেট পড়ে মুম্বইয়ের। মুকেশে চৌধুরীর বলে ৬ রান করে আউট হন ইশান কিশান। রোহিত শর্মা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ব্যর্থ হন। ৩০ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ১৮ রান করে সিমারজিৎ সিংয়ের বলে আউট হন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। ড্যানিয়েল সামসকে উপরে ব্য়াটিং করতে পাঠায় দল। কিন্তু তিনি ব্যর্থ হন। ১ রান করে মপকেশ চৌধুরীর দ্বিতীয় শিকার হন সামসষ ৩৩ রানে তৃতীয় উইকেট পড়ে। এরপর ক্রিজে এসে খাতা না খুলেই মকেশ চৌধুরীর তৃতীয় শিকার হন টিস্টান স্টাবস। এরপর ইনিংসের রাশ ধরেন তিলক ভার্মা ও ঋত্ত্বিক শকিন। দুজন মিলে ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যান দলের ইনিংস। দুজন মিলে ৪৮ রানের পার্টনারশিপ গড়ে দলের জয় নিশ্চিৎ করে দেন। ৮১ রানে মাথায় ব্যক্তিগত ১৮ রান  করে মই   আলির বলে বোল্ড হন ঋত্তিবক শকিন।  এরপর টিম ডেভিড এসে ঝোড়ো ব্যাটিং করে দলকে জয় এনে দেন। ৩২ বলে ৩৪ করে অরাজিত থাকেন তিলক ভার্মা ও ৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড।