কেন্দ্রীয় বাজেটে একদিকে বিরাট স্বস্তি গয়না শিল্পের, অন্যদিকে পকেটে চাপ বাড়ল সুরাপ্রেমীদের
Feb 01 2022, 06:10 PM ISTপালিশ করার হিরের উপর ৫ শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের জুন মাসে ই-কমার্স সাইটের মাধ্যমে গয়নার রফতানি শুরু করার জন্য সিম্পলিফায়েড রেগুলেটর ফ্রেমওয়ার্ক নিয়ে আসছে সরকার। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে জুতো-চপ্পল, বিদেশি মেশিন, কৃষি উপকরণ, মোবাইল চার্জার, পোশাক এবং চামড়াজাত দ্রব্যের দাম বেশ খানিকটা কমল। মূল্যবৃদ্ধি হল মদ, সুতির জিনিস, খাবার তেল, এবং এলইডি লাইটের।