দারিদ্র্যের সংখ্যা এই দেশে কমছে। মোদী সরকারের আমলেই এই সাফল্য বলছে নীতি আয়োগ।
নীতি আযোগের বৈঠকে অনুপস্থির আট রাজ্যের মুখ্যমন্ত্রী। দায়িত্বজ্ঞানহীন ও জনবিরোধী বলে তোপ বিজেোপির। কড়া সমালোচনা রবিশঙ্কর প্রসাদের।
শুধু বাংলাই নয় মমতার পথে হাঁটছে আম আদমি পার্টি (আপ)-র দুই মুখ্যমন্ত্রীও, দিল্লির অরবিন্দ কেজরীওয়াল এবং পঞ্জাবের ভগবন্ত মান। এই বিষয় মোদীকে চিঠিও দিলেন কেজরীওয়াল।
নীতি আয়োগের স্বাস্থ্য সূচকে (NITI Aayog Health Index) সবার নিচে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। এবারও সবার সেরা কেরল (Kerala)।
সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে রাজ্যের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দাবি করেছেন, বহুমাত্রিক দারিদ্র্য সূচকে কেরলের মানুষ সবথেকে কম দারিদ্র্যসীমার নিচে রয়েছে।
রিপোর্টে বলা ২৪টি রাজ্য ও কেন্দ্রয় শাসিত অঞ্চলের মাত্র ৭৫টি হাসপাতাল - শয্যা, চিকিৎসা প্যারামেডিক্যাল কর্মী, স্বাস্থ্য পরিষেবা, রোগ নির্ণয় বা টেস্টিং পরিষেবা থেরে শুরু অস্ত্রোপচারর সংখ্যা - সব দিক থেকে সেরা হিসেবে নিজেদের তুলে ধরতে পেরেছে।