মাসিক কিস্তিতে টিভি কেনা সম্ভব কিন্তু টানেল বা হাইওয়ে কেন নয়,প্রশ্ন নিতিন গড়কড়ির, তাই BOT নিয়ে পরিকল্পনা
Dec 20 2021, 06:46 AM ISTমুম্বইয়ে ইনভেস্টমন্ট অপারচুনিটিস-হাইওয়েস, ট্রান্সপোর্ট এবং লজিস্টিক নামক একটি জাতীয় সম্মেলনে যোগদান করেন তিনি। সেখানে গিয়ে একটি টিভির দোকান তাঁকে অনুপ্রাণিত করে। সেখানেই তিনি প্রথম বিল্ড-অপারেট-ট্রান্সফার বা BOT গঠন করার পরিকল্পনা করছেন।