Nitin Gadkari News -

9 Stories

সড়ক নিরাপত্তার বিজ্ঞাপনে যৌতুকের প্রচার, সমালোচকদের প্রশ্নের মুখে অক্ষয় কুমার।

Sep 13 2022, 03:59 PM IST
সড়ক নিরাপত্তা সংক্রান্ত একটি বিজ্ঞাপন করে আবার দর্শকদের সমালোচনার মুখে পড়তে হলো অক্ষয় কুমারকে । তার এই বিজ্ঞাপন মূলত যৌতুক ব্যবস্থাকে উৎসাহ দিচ্ছে -সমালোচকরা এমনি অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে।একমিনিটের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি মেয়ের বিদাই অনুষ্ঠান চলছে।সেইসময় পুলিশরুপি অক্ষয় কুমার মেয়েটির বাবাকে গিয়ে বলছেন "এমন গাড়িতে করে মেয়েকে বিদায় দিলে মেয়ে তো কাঁদবেই !" অক্ষয় মূলত ২ টি এয়ারব্যাগ যুক্ত গাড়ির বদলে তারপর ৬ টি এয়ারব্যাগ যুক্ত গাড়িতে মেয়ে বিদায়ের কথা বলছেন । তবে ভিডিওটি জউতুক প্রথাকে উস্কানি দিছে বলেই দাবি করছেন রাজনৈতিক মহলের একাংশ।

More Trending News

Top Stories