Olympics 2024: অনেক তারকার কাছে এটিই শেষ অলিম্পিক্স, নাদাল থেকে বাইলস একনজরে
Jul 19 2024, 02:47 PM ISTআর মাত্র এক সপ্তাহের প্রতীক্ষা। তারপরই আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্সের আসর। বিশ্বের অন্যতম মেগা স্পোর্টস ইভেন্ট। এবারের অলিম্পিক্স থেকে যেমন অনেক নতুন তারকা উঠে আসবেন, তেমনই কিছু ক্রীড়াবিদ অলিম্পিক্সকে বিদায়ও জানাবেন।