ফিরে দেখা ২০২৪ খেলা: অলিম্পিক্সে মনু ভাকেরের জোড়া পদক, দীপা কর্মকারের অবসর, বিদায়ী বছরে আর কী হল?
Dec 06 2024, 08:45 PM IST২০২৪ সালে ক্রীড়া দুনিয়ায় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল প্যারিস অলিম্পিক্স। এবারের অলিম্পিক্সেই সবচেয়ে বড় দল পাঠিয়েছিল ভারত। তবে যে সাফল্যের লক্ষ্যে ছিল ভারত, সেই সাফল্য আসেনি।