'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকৃত ক্রীড়াপ্রমী নন,' তোপ ভিনেশ ফোগটের
- FB
- TW
- Linkdin
হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ ভিনেশ ফোগটের
হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করছেন বিখ্যাত কুস্তিগীর ভিনেশ ফোগট। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন। ভিনেশের দাবি, তাঁর পাশে দাঁড়াননি প্রধানমন্ত্রী।
ফের ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পি টি ঊষাকে তোপ দেগেছেন ভিনেশ ফোগটের
ভিনেশ ফোগটের দাবি, প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালের আগে বাতিল হয়ে যাওয়ার পর তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন সেখানে তাঁর সঙ্গে শুধু ছবি তুলতে গিয়েছিলেন পি টি ঊষা।
সংবাদমাধ্যমকে দেখানোর জন্যই অসুস্থ ভিনেশ ফোগটকে দেখতে গিয়েছিলেন পি টি ঊষা!
ভিনেশ ফোগটের দাবি, ‘আমাকে জানানো হয়, পি টি ঊষা আসছেন। আমি সম্পূর্ণ সচেতন ছিলাম না। আমি ঘুমে ঢুলছিলাম। সেই অবস্থায় আমাকে জোর করে বসানো হয়। সেই ছবি তুলে সংবাদমাধ্যমকে দেখানো হয়, ভিনেশ ঠিক আছে। কিন্তু আমি ঠিক ছিলাম না।’
প্যারিস অলিম্পিক্স চলাকালীন পি টি ঊষা নাটক করছিলেন, বিস্ফোরক দাবি ভিনেশ ফোগটের
ভিনেশ ফোগটের দাবি, ‘পি টি ঊষা আমাকে বলেছিলেন, তাঁরা আমার পাশে আছেন। কিন্তু বাস্তবে তিনি দায়িত্ব এড়িয়ে যেতে চেয়েছিলেন। শুধু সংবাদমাধ্যমকে দেখাতে চেয়েছিলেন, আমার পাশে আছেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন ভিনেশ ফোগট
ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তাঁরা যখন আন্দোলন করছিলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভিনেশ ফোগট।
'প্রধানমন্ত্রী প্রকৃত ক্রীড়াু্প্রেমী হলে আমাদের পাশে থাকতেন,' দাবি ভিনেশ ফোগটের
ভিনেশ ফোগট বলেছেন, ‘প্রধানমন্ত্রী যদি প্রকৃত ক্রীড়াপ্রেমী হতেন, তাহলে আমার মনে হয়, ওত বড় প্রতিবাদের সময় তিনি চুপ করতে থাকতে পারতেন না। তিনি যখন সবকিছু জানতেন তখন কিছু না বলা প্রকৃত ক্রীড়াপ্রেমীর লক্ষণ নয়।’
প্যারিস অলিম্পিক্সের ফাইনালে ওঠার পরেও প্রধানমন্ত্রী ফোন না করায় ব্যথিত ভিনেশ ফোগট
ভিনেশ ফোগট প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পর 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে এই কুস্তিগীরের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে ভিনেশ বলেছেন, ‘আমি ফাইনালে পৌঁছনোর একদিন পর তিনি ট্যুইট করেন। সাফল্য পাওয়ার পরেই তিনি অ্যাথলিটদের ফোন করেন। আমি কেন ফাইনালে পৌঁছনোর পরেই প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পাইনি?’
হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনি প্রতিশ্রুতি পালন করেননি বলেও দাবি করেছেন ভিনেশ ফোগট
ভিনেশ ফোগটের দাবি, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, অলিম্পিক্সে রুপোজয়ীর মতোই পুরস্কার দেবেন। কিন্তু তারপর থেকে আর এ বিষয়ে কোনও কথা বলছেন না।
ক্ষমতাশালী হয়ে ওঠার জন্যই অলিম্পিক্সে যোগ দিয়েছেন, দাবি ভিনেশ ফোগটের
ভিনেশ ফোগট বলেছেন, ‘ব্রিজভূষণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী বলে রেহাই পেয়ে যাচ্ছে। ফলে আমাদেরও ক্ষমতাশালী হয়ে উঠতে হবে। আমাদের ক্ষমতা না থাকলে ২ বছরের লড়াইয়ের কোনও মূল্য থাকবে না।’
কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন? কারণ ব্যাখ্যা করলেন ভিনেশ ফোগট
কংগ্রেসে যোগ দেওয়ার কারণ হিসেবে ভিনেশ ফোগট বলেছেন, ‘রাজনীতির জগতে প্রবেশ করতে হলে তাদের সঙ্গেই থাকতে হবে যারা আমাকে সমর্থন করেছে। আমরা যখন ধর্ণায় ছিলাম, তখন কংগ্রেস আমাদের প্রতি সম্মান জানিয়েছে।’
হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগট
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কংগ্রেসে যোগ দিয়েছেন ভিনেশ ফোগট ও বজরং পুনিয়া।
সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার আগে কৃষকদের অবস্থান মঞ্চে যান ভিনেশ ফোগট
শম্ভু সীমানায় কৃষকদের আন্দোলনের ২০০-তম দিনে তাঁদের পাশে থাকার বার্তা দেন ভিনেশ ফোগট। তিনি কৃষকদের আন্দোলনকে সমর্থন করেন।