PV Sindhu Videos -

51 Stories
01:32

PV Sindhu: লেহেঙ্গা পরে অন্যরকম সাজে নজর কাড়লেন পিভি সিন্ধু, টেনিস তারকার ভিডিও ভাইরাল

Nov 09 2021, 10:31 PM IST
হাতে ব্যাডমিন্টন নিয়েই সচারচর দেখা যায় তাঁকে। এই ব্যাডমিন্টন খেলেই পদক জয়ও করেছেন তিনি। অলিম্পিকেও ভারতের ঘরে মেডেল এসেছে পিভি সিন্ধুর হাত ধরে।সম্প্রতি পদ্মভূষণেও সম্মানিত হয়েছেন পিভি সিন্ধু (PV Sindhu)। এবার এই টেনিস (table tennis) তারকাকেই দেখা গেল একেবারে অন্যভাবে। কিছুদিন আগে দীপাবলিতে (Diwali) মেতেছিল গোটা দেশের মানুষ। সেই দীপাবলিতেই নতুনত্ব সাজে দেখা গেল তাঁকে। ট্র্যাডিশনাল লেহেঙ্গা-চোলির সঙ্গে মানানসই গয়না পরে দেখা গেল তাঁকে৷ শুধু সাজগোজই নয় সেই সঙ্গে নাচও করতে দেখা গেল তাঁকে। ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করলেন সেই ভিডিও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তিনি যে এত ভালো নাচও করেন তা অনেকেরই অজানা। তাই তাঁর নাচ অবাক করেছে সকলকেই। প্রসঙ্গত, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের থেকে সোমবারই পদ্মভূষণ পেয়েছেন পিভি সিন্ধু। রাষ্ট্রপতি নিজে তাঁর হাতে তুলে দেন পদ্মভূষণ।

More Trending News

Top Stories