তিনি বলেছেন, হ্যামস্ট্রিংয়ে চোটের জেরেই প্রতিযোগিতা থেকে বাধ্য হয়ে নাম তুলে নিলেন।
অলিম্পিক্সে ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে সফলতম পিভি সিন্ধু। অলিম্পিক্সে তৃতীয়বার পদক জয়ের লক্ষ্যে প্যারিস যাচ্ছেন সিন্ধু।
একমাত্র ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে একাধিকবার অলিম্পিক্সে পদক জিতেছেন পিভি সিন্ধু। এবার প্যারিসেও পদক জয়েপ লক্ষ্যে তৈরি হচ্ছেন এই শাটলার।
ভারতের একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সে একাধিকবার পদক জিতেছেন পিভি সিন্ধু। প্যারিস অলিম্পিক্সেও পদক জেতার জন্য তৈরি হচ্ছেন সিন্ধু।
ফের ফাইনালে উঠে হার পিভি সিন্ধুর (PV Sindhu)। বিশ্ব ট্যুই ফাইনালসের (World Tour Finals) ফাইনালে দক্ষিণ কোরিয়ার (South Korea) আন সিয়ুংয়ের (An Seyoung)বিরুদ্ধে হারতে হল ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে (Indaian Badminton star)।
জোড়া অলিম্পিক (Olymoics) পদক জিতে দেশকে গর্বিত করেছেন। সম্প্রতি 'পদ্মভূষণ' (Padma Bhushan) পেয়েছেন তারকা ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু (PV Sindhu)। এবার ভাইরাল (Viral) হল সিন্ধুর ভিডিও। যা দেখে অবাক সকলেই।
সোমবার, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের (President Ram Nath Kovind) হাত থেকে পদ্মভূষণ (Padma Bhushan) গ্রহণ করলেন পিভি সিন্ধুর (PV Sindhu)। কী বললেন তিনি?
পিভি সিন্ধুর সঙ্গে কথা বলে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই সঙ্গে টুইট করে বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে তাবড় তাবড় কেন্দ্রীয় মন্ত্রী।