Ravi shastri Photos -

33 Stories

ভারতীয় ক্রিকেটের 'স্বাধীনতা দিবস', ছবিতে দেখুন ৩৯ বছর আগে টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের ইতিহাস

Jun 25 2022, 10:40 AM IST
২৫ জুন ১৯৮৩ ৷ ভারতীয় ক্রিকেটের (Indian Cricket)ইতিহাসে এক গৌরবময় দিন৷ শুধু ক্রিকেটই নয়, ভারতীয় ক্রীড়াক্ষেত্রেই এই দিনটি চির-স্মরণীয় হয়ে থাকবে৷ কারণ এই দিনেই প্রথম ১৯৮৩ বিশ্বকাপ (1983 World Cup) জয়ের স্বাদ পেয়েছিল কপিল দেবের (Kapil Dev)নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)৷ শনিবার সেই ঐতিহাসিক দিনের ৩৯ বছর পূর্তি। সকাল থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কপিলের দলের সদস্যরা। শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই (BCCI)। ৩৮ বছর পেরিয়ে গেলেও লর্ডসের ব্যালকনিতে কপিল দেবের হাতে সেই ট্রফি তোলার দৃশ্য আজও প্রত্যেক ভারতবাসীর স্মৃতিতে টাটকা।

T20 WC 2021- Ravi Shastri-এর কোচিংয়ে কী পেল ভারতীয় ক্রিকেট, এক ঝলকে দেখুন 'শাস্ত্রী যুগ'

Nov 09 2021, 03:57 PM IST
অবশেষে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket)শেষ হল রবি শাস্ত্রীর (Ravi Shahstri) কোচিং যুগের অবসান। টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) নামিবিয়া ম্যাচ জয়ের পপরই কোচ হিসেবে নিজের সময়কাল শেষ করলেন শাস্ত্রী। একইসঙ্গে শেষ হল কোহলি (Kohli)-শাস্ত্রী জুটিক রসায়নও। বিদায় বেলায় আবেগঘন ছিলেন রবি। দলের ছেলেদের প্রতি তার গর্ব ও অহংকারের কথা বার বার বলেছেন। এই দল যে বিশ্ব সেরা তা তিনি এখনও মানেন। তবে কোচ হিসেবে নামিবিয়া ম্যাচের পর নামের পাশে প্রাক্তন শব্দটা জুড়ে গেল শাস্ত্রীর। তবে শাস্ত্রীর কোচিংয়ে একাধিক সাফল্য পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket team)। তা দেখে নিন একঝলকে।

More Trending News

Top Stories