- Home
- Sports
- Cricket
- T20 WC 2021- Ravi Shastri-এর কোচিংয়ে কী পেল ভারতীয় ক্রিকেট, এক ঝলকে দেখুন 'শাস্ত্রী যুগ'
T20 WC 2021- Ravi Shastri-এর কোচিংয়ে কী পেল ভারতীয় ক্রিকেট, এক ঝলকে দেখুন 'শাস্ত্রী যুগ'
- FB
- TW
- Linkdin
রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত ৪৩টি টেস্ট খেলেছে। যার মধ্যে ২৫টিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১৩টি ম্যাচ হেরেছে। ৫টি ড্র হয়েছে। কোচ শাস্ত্রীর অধীনে ৭৬টি ম্যাচ একদিনের ম্যাচ খেলে ৫১টি জিতেছে ভারত। ২২টি ম্যাচ হেরেছে।
টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে আবার তাঁর কোচিংয়ে ৬৫টি ম্যাচ খেলে ৪৩টি ম্যাচ জিতেছে ভারত। ১৮টি ম্যাচ হেরেছেন কোহলিরা। সব মিলিয়ে তাঁর সময় কালে মোট ১৮৪টি ম্যাচের মধ্যে ভারত ১১৯টি ম্যাচই জিতেছে ভারত। ৫৩টি ম্যাচ হেরেছে। ৫টি ম্যাচ ড্র হয়েছে।
সামগ্রিক পরিসংখ্যান ছাড়া রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় দলের অন্যতং বড় সাফল্য হল পরপর দুবার অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জয়। ২০১৮-২০১৯ মরশুম এবং ২০২০-২০২১ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজে জিতেছিল টিম ইন্ডিয়া।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে দুরন্ত পারফরমেন্স করেছিল রবি শাস্ত্রীর কোচিংয়ে টিম ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল ভারত। কিন্তু শেষ রক্ষা হয়নি। সাউদাম্পটনে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তারা।
রবি শাস্ত্রী কোচিংয়ে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে নজরকাড়া সাফল্য পাওয়ার পাশাপাশি, দেশের মাটিতে টেস্টে অপরাজিত তকমা ধরে রেখেছে ভারত। এই সময় কালে কোনও দল ভারতে এসে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি।,
রবি শাস্ত্রীর সময়কালে ৪২ মাস ধরে টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছিল ভারতীয় ক্রিকেট টিম। ২০১৬ থেকে ২০২০ প্রায় ৪ বছরের বেশি সময় ধরে এক নম্বর টেস্ট দল ছিল তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দল।
আন্তর্জাতিক ওডিআই-তেও এসেছে নজর কাড়া সাফল্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয়, শ্রীলঙ্কাকে ৫-০-তে হোয়াইট ওয়াশ করা থেকে শুরু করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১-এ সিরিজ জয়, সব সাফল্যই এসেছে রবি শাস্ত্রীর সময়কালে।
ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় গিয়ে একদিনের সিরিজ জয়ের রেকর্ড ছিল না। তবে রবি শাস্ত্রীর সময়কালেই ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকাতে গিয়ে প্রথম বার প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পায় ভারতীয় ক্রিকেট টিম। সিরিজের ফল ছিল ৫-১।
রবি শাস্ত্রীর আমলে টি-টোয়েন্টি ক্রিকেটেও ভারতের সাফল্য নজর কাড়া। অস্ট্রেলিয়ায় গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল মেন ইন ব্লুরা। একই সঙ্গে নিউজিল্যান্ডেও এই ফর্ম্যাটে সিরিজ জয় পায় তারা।
এ ছাড়াও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে উঠেছিল ভারত। ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও হেরে যান বিরাট কোহলিরা। শাস্ত্রীর কোচিং কেরিয়ারে সবচেয়ে বড় আক্ষেপ, আইসিসি-র কোনও টুর্নামেন্ট জিততে না পারা। তবে তা ছাড়া ভারতের অন্যতম সেরা কোচ রবি শাস্ত্রী সে বিষয়ে কোনও সন্দেহ নেই।