Mukti Film Release: পায়ে ফুটবল, মনে ব্রিটিশ তাড়ানোর মন্ত্র-২৬ জানুয়ারি আসছে 'মুক্তি'
পর্দায় স্বাধীনতা পূর্ববর্তী যুগ ফিরিয়ে আনতে চলেছে Zee5। ব্রিটিশ অত্যাচার থেকে স্বাধীনতা সংগ্রামীদের মরণপন লড়াইয়ের কথা এবার উঠে আসতে চলেছে পর্দায়, ওয়েব সিরিজের নাম মুক্তি। সিরিজে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী, ঘোষ, সুদীপ সরকারের মত অভিনেতা অভিনেত্রীরা।