- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসে সকলকে জানান শুভেচ্ছা, জেনে নিন কেমন বার্তা পাঠাবেন
Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসে সকলকে জানান শুভেচ্ছা, জেনে নিন কেমন বার্তা পাঠাবেন
রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি দেশের আনাচে কানাচে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান সকলকে। আজ রইল বিশেষ কয়টি শুভেচ্ছা বার্তার হদিশ।
- FB
- TW
- Linkdin
হাজার মানুষ একদিন নিজেদের জীবনের তোয়াক্কা না করে লড়াইয়ে নেমেছিলেন বলেই কিন্তু আমরা আজ এই দিনটি দেখতে পাচ্ছি। শুভ প্রজাতন্ত্র দিবস।
আজকের দিনকে আরও সুন্দর করে তোলার অঙ্গীকারে আবদ্ধ হই। শুভ প্রজাতন্ত্র দিবস।
সকলে শান্তি ও সম্প্রীতিতে বসবাস করুন। লাভ করুন সমৃদ্ধি। শুভ প্রজাতন্ত্র দিবস।
ভারত আমার সর্ব মহান, আমার জন্মভূমি। জয় হিন্দ। শুভ প্রজাতন্ত্র দিবস।
আমার সকল গর্বিত ভারতীয় ভাই-বোনেদের জানাই সাধারণতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
যাঁদের রক্ত দিয়ে লেখা ভারতবর্ষের নাম, তাঁদের সকলকে জানাই প্রণাম। শুভ প্রজাতন্ত্র দিবস।
সকল দেশের রাণী সে যে, আমার জন্মভূমি। শুভ প্রজাতন্ত্র দিবস। সকলকে জানাই শুভেচ্ছা।
তাঁদের অসীম সাহস, তাঁদের আত্মত্যাগেই স্বাধীন হয়েছিল দেশ। শুভ প্রজাতন্ত্র দিবস।
তোমায় ও তোমার পরিবারকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। শুভ প্রজাতন্ত্র দিবস।
এই দেশই আমাদের মা, আমাদের বাসস্থান। ভারতের সব মানুষ আমাদের পরিবারের অংশ। দেশের সংস্কৃতি জন্য আমরা গর্বিত। শুভ প্রজাতন্ত্র দিবস।