প্রজাতন্ত্র দিবসে পুরুলিয়ার রাস্তায় 'ভ্যাকসিনেশন অন হুইল'
Jan 26 2022, 08:51 PM IST৭৩তম প্রজাতন্ত্র দিবসে পুরুলিয়ার রাস্তায় 'ভ্যাকসিনেশন অন হইল'। দিনভর পুরুলিয়ার বিভিন্ন রাস্তায় ঘুরল ভ্যাক্সিনেশন অন হুইল। পথচলতি মানুষদেরও এদিন দেওয়া হল করোনা টিকা। প্রথম ডোজ যারা পাননি তাদের দেওয়া হল প্রথম ডোজ। সমস্ত সাধারণ মানুষ যাতে ভ্যাক্সিন পান তাই এই উদ্যোগ। পুরুলিয়ার স্বাস্থ্য দফরের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।