ললিত যাদব ও অক্ষর প্য়াটালের মারকাটারি ইনিংস, মুম্বইকে ৪ উইকেটে হারাল দিল্লি
Mar 27 2022, 07:58 PM ISTআজ আইপিএল ২০২২ (IPL 2022) -এ রবিবার প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians vs Delhi Capitals)। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ১৭৭ রান করল মুম্বই। সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন ইশান কিশান (Ishan Kishan)। জবাবে ১০ বল বাকি থাকতে জয় পায় দিল্লি।