সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এ আজ রাতের ম্য়াচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানস (DC vs GT)। দুই দল তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। আজ দ্বিতীয় জয়ের লক্ষ্যে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থের দল।
 

আইপিএলের সুপার স্যাটার ডে-র দ্বিতীয় ম্য়াচে মাঠে নামবে দুই তরুণ অধিনায়কের দল। একদিকে ঋষভ পন্থের দিল্লি ক্য়াপিটালস। অপরদিকে আইপিএল ২০২২-এর নতুন গল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। দুই দলই তাদের প্রথম ম্য়াচ জয় দিয়ে শুরু করেছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কার্যত হারা ম্য়াচ দুরন্তভাবে ঘুড়ে দাঁড়িয়ে জয় পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। অপরদিকে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল গুজরাট টাইটানস। দুই দল তাদের জয়ের ধারা বজায় রাখতে মুখোমমুখি হবে। একে অপররে অক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস-
মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর আজ গুজরাট টাইটানসের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস। তবে কয়েক বিষয় নিয়ে অনুশীলনে আলাদাভাবে কাজ করেছেন কোচ রিকি পন্টিং। প্রথমত ব্যাটিং লাইনআপে পৃথ্বি শ কিছুটা রান করলেও, টপ অর্ডারের টিম শেইফার্ট, মনদীপ সিং, ঋষভ পন্থ, রভম্য়ান পাওয়েলরা ব্য়াট হাতে প্রথম ম্য়াচে ব্যর্থ হয়েছেন। শেষের দিকে ললিত যাদব, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটলরা দুরন্ত ব্যাটিম না করলে ম্যাচ জয় সম্ভব হত না। বোলিং লাইনআপে আবার শার্দুল ঠাকুর, কমলেশ নাগরকোটি, অক্ষর প্য়াটেলরা অনেক রান খরচ  করেছিলেন। ফলে তাদের ছন্দে আসাটা খুব প্রয়োজনীয়। অনুশীলনে যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নিয়ে মাঠে নামতে প্রস্তুত রাজধানীর দল।

টানা দ্বিতীয় জয় পেতে বদ্ধপরিকর গুজরাট-
অপরদিকে লখনউয়ের বিরুদ্ধে জয় পেলেও কয়েকটি বিষয় একটু চিন্তায় রেখেছে গুজরাট টাইটানস অধিনায়র হার্দিক পান্ডিয়াকেও। কারণ প্রথম ম্যাচে ব্য়াট হাতে রান পাননি শুবমান গিল, বিজয় শংকররা। দ্রুত রানে ফেরার অপেক্ষায় তারাও। এছাড়া ব্য়াটিং লাইনআপে ম্য়াথিউ ওয়েড, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহররা সকলেই কম বেশি রান করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিল। বোলিং লাইনআপে মহম্মদ শামির আগুনে বোলিং গুজরাট দলের সবথেকে বড় শক্তি। এছাড়া লকি ফার্গুসন, রাশিদ খানরা ভালো বোলিং করেছিলেন। তবে বরুণ অরুণ ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া অনেক রান খরচ করেছিলেন। ফলে দ্বিতীয় ম্য়াচে সব ভুল-ত্রুটি শুধরে দ্বিতীয় জয় পেতে বদ্ধপরিকর গুজরাট টাইটানস।

পিচ রিপোর্ট-
শনিবার গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্য়াচ অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়াম অর্থাৎ পুণেতে। এখানকার পিচও লাল মা
টির। ব্যাটসম্য়ানরা সাহায্য পাওয়ার পাশাপাশি এই মাঠে স্পিনাররাও বাড়তি সাহায্য পেয়ে থাকে। রাতের দিকে কুয়াশার সমস্যাটিও মাথায় রাখতে হবে দুই দলকে। তবে হাইস্কোরিং ম্য়াচ হওয়ার সম্ভাবনা বেশি।

ম্য়াচ প্রেডিকশন-
গুজরাট ও দিল্লি দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলতেই ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। দলে ব্যাটি-বোলিং বিভাগের সামগ্রিক তুলনা করলে একটু এগিয়ে থাকবে দিল্লি ক্যাপিটালস। কিন্তু যেহেতু টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে সব ম্যাচে, তাই আজকের ম্যাচেও যেই দল জিতবে তাদের জয়ের সম্ভাবনা বেশি বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃমুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থাল রয়্যালস ম্যাচে কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে

আরও পড়ুনঃমুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস, মেগা ম্যাচে এগিয়ে কোন দল, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃহট বিকিনি লুক থেকে নির্মল সৌন্দর্য, কেকেআরের ১০ ক্রিকেটারের বউ ও বান্ধবীরা ঘুম উড়িয়ে দেবে