সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) -এ আজ রাতের ম্য়াচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানস (DC vs GT)। দুই দল তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। আজ দ্বিতীয় জয়ের লক্ষ্যে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থের দল। ম্য়াচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
শনিবার আইপিএল ২০২২-এর ডবল হেডারে রাতের ম্য়াচে আরও এক মেগা ফাইট। মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের দুই তরুণ তারকা ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানসের ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। গত মরসুম থেকেই দিল্লি দলের অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন পন্থ। আর এবার প্রথমবার আইপিএলে অধিনায়কের ভূমিকায় হার্দিক। দুই দলই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। দিল্লি ক্য়াপিটালস হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। অপরদিকে, আইপিএলের অপর নতুন দল লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে অভিযান শুরু করেছে গুজরাট টাইটানস। আজ দিই দলই তাদের জয়ের ধারা বজায় রাখতে মরিয়া। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
দিল্লি ক্য়াপিটালসের সম্ভাব্য একাদশ-
গুজরাট টাইটানসের বিরুদ্ধে দিল্লি দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিং শুরুর করার সম্ভাবনা বেশি পৃথ্বি শ ও টিম শেইফার্টের। এছাড়া দলের মিডল অর্ডারে তিন নম্বরে আসতে পারেন মনদীপ সিং। এরপর আসবেন দলের উইকেট রক্ষক ও অধিনায়ক ঋষভ পন্থ। তারপর নামতে পারেন ললিত যাদব। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে রভমান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরকে। দিল্লি দলের অলরাউন্ডার বিভাগ খুবই শক্তিশালী। দলের বোলিং লাইনআপে দেখা যেতে পারে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে ও পেসার হিসেবে দেখা যাবে খালিল আহমেদ ও মুস্তাফিজুর রহমান অথবা লুঙ্গি এনগিডিকে।
গুজরাট টাইটনসের সম্ভাব্য একাদশ-
অপরদিকে গুজরাট টাইটানস দলেও একাধিক তারকা ক্রিকেটার রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুজরাট টাইটানসের প্রথম একাদশের ব্যাটিং লইনআপে ওপেনিংয়ে থাকতে চলেছেন শুবমান গিল ও ম্য়াথিউ ওয়েড। দলের মিডল অর্ডারে থাকতে পারেন অভিনব মনোহর, ডেভিড মিলার। দলে একাধিক অলরাউন্ডার রয়েছে গুজরাটে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বিজয় শংকর ও রাহুল তেওয়াটিয়া। তিন জনেই ব্যাটিং-বোলিংয়ে পারদর্শী। এছাড়া দলের স্পিন অ্যাটাকে থাকছেন আফগান তারকা রাশিদ খান। পেস অ্যাটাকে আর বরুণ অ্যারন , লকি ফার্গুসন ও প্রথম ম্য়াচে রীতিমত আগুন ঝরানো মহম্মদ শামি।
প্রসঙ্গত, শনিবার গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্য়াচ অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়াম অর্থাৎ পুণেতে। গুজরাট ও দিল্লি দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলতেই ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। দলে ব্যাটি-বোলিং বিভাগের সামগ্রিক তুলনা করলে একটু এগিয়ে থাকবে দিল্লি ক্যাপিটালস। কিন্তু যেহেতু টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে সব ম্যাচে, তাই আজকের ম্যাচেও যেই দল জিতবে তাদের জয়ের সম্ভাবনা বেশি বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃহট বিকিনি লুক থেকে নির্মল সৌন্দর্য, কেকেআরের ১০ ক্রিকেটারের বউ ও বান্ধবীরা ঘুম উড়িয়ে দেবে
আরও পড়ুনঃগায়ে হলুদ-সঙ্গীত থেকে মালা বদল, দেখুন আরসিবি তারকা গ্লেন ম্য়াক্সেওয়েলের বিয়ের অ্যালবাম