বুড়িয়ে গিয়েছেন, সচিনের ছোটবেলার বন্ধু কাম্বলির এ কী অবস্থা! দেখুন ভিডিও
Dec 04 2024, 02:48 PM ISTসচিন তেন্ডুলকরের চেয়ে একসময় বিনোদ কাম্বলিকে বেশি প্রতিভাবান মনে করা হত। কিন্তু প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি কাম্বলি। অনিয়ন্ত্রিত জীবপযাপনের জন্য তিনি হারিয়ে গিয়েছেন।