সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর জন্ম থেকেই মাতৃভক্ত। জীবনের ইনিংসে অর্ধশতরান করার পরেও মায়ের প্রতি তাঁর ভক্তি অটুট।

রবিবার মাতৃ দিবসে মা রজনী তেন্ডুলকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়া পোস্টে মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ক্রিকেটের কিংবদন্তি লিখেছেন, ‘বাড়িকে ঘরে পরিণত করেন মা। কঠিন সময়কে স্বস্তিদায়ক আলিঙ্গনে বদলে দেন মা। আমার আই সেটা করেছেন। তিনি আরও অনেককিছুই করেছেন। আমার পিছনে পাথর হয়ে দাঁড়ানোর জন্য ধন্যবাদ আই। মাতৃ দিবসের শুভেচ্ছা।’ সচিনের ক্রিকেটার হয়ে ওঠার ক্ষেত্রে দাদা অজিত তেন্ডুলকরের ভূমিকাই সবচেয়ে বেশি। কিন্তু মায়ের ভূমিকাও ছিল যথেষ্ট। এই অবদানের কথা কখনও ভোলেননি সচিন। তিনি 'ক্রিকেটের ঈশ্বর' আখ্যা পাওয়ার পরেও মায়ের প্রতি ছোটবেলার মতোই শ্রদ্ধাশীল।

সচিনের ঈশ্বর মা

সচিন যেখানে বসে মায়ের সঙ্গে ছবি তুলেছেন, সেই কেদারার পিছনেই রয়েছে ঠাকুরের আসন। নানা দেব-দেবী ও সাধকের মূর্তি, ছবি আছে। তবে সচিন বুঝিয়ে দিয়েছেন, তাঁর কাছে মা-ই ঈশ্বরের সমান। সব সন্তানের কাছেই মা ঈশ্বরতুল্য। তবে সচিন যেভাবে মায়ের প্রতি শ্রদ্ধাশীল, খুব কম সন্তানই এরকম শ্রদ্ধা বজায় রাখতে সক্ষম হন।

 

 

মায়ের প্রতি শ্রদ্ধা সচিনের সতীর্থদেরও

একসময় জাতীয় দলে সচিনের সতীর্থ ছিলেন রবিন উথাপ্পা। তিনি মাতৃ দিবসে সোশ্যাল মিডিয়া পোস্টে স্ত্রী তথা সন্তানদের মায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে উথাপ্পা লিখেছেন, ‘মাতৃ দিবসের শুভেচ্ছা মিমি। নিল ও ট্রিনিটির জন্য তুমি যা করেছো, তার জন্য আমার হৃদয় তোমার প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ। তুমি দারুণ কাজ করছো। আজ এবং প্রতিদিন তোমাকে আলিঙ্গন করি। নিল, ট্রিনিটি ও দাদা।’ সচিন, উথাপ্পার পাশাপাশি আরও অনেক ক্রীড়াবিদই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মাতৃ দিবসে মায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সবার জীবনেই মায়ের বড় ভূমিকা থাকে। আজকের দিনে সবাই সে কথা স্মরণ করছেন।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mothers' Day 2024: আপনার মা প্রবীণ হন তবে এই মাতৃ দিবসে তার মনের ইচ্ছা পূরণ করুন, এই দিনটি তিনি সব সময় মনে রাখবেন

Happy Mother’s Day: মাতৃ দিবসে অঙ্গীকার নিন মাকে সুস্থ রাখার, জেনে নিন কী কী করবেন

জেনে নিন কেন মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মাতৃ দিবস, রইল নেপথ্যের কাহিনি