IPL 2022 Final- চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে কেমন ছিল ফাইনাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের যাত্রা, দেখে নিন এক ঝলকে
May 29 2022, 03:47 PM ISTখাতায় কলমে প্রথম থেকেই এবারের আইপিএলের সবথেকে শক্তিশালী দল ছিল রাজস্থান রয়্যালস। নিলামে গুছিয়ে দল করছিল টিম ম্য়ানেজমেন্ট। যার ফলও মেলে খেলায়। মাঝে কয়েকটি ম্যাচ বাদ দিলে ধারাবাহিক পারফরম্যান্স করে সঞ্জু স্যামসনের দল। বিশেষ করে জস বাটলারের মরসুমে ৪টি শতরান সহ ৮০০-র বেশি রান , যুজবেন্দ্র চাহলের ২৬টি উইকেট রাজস্থানের পথ অনেকটাই মসৃণ করে। দীর্ঘ ২ মাসেরও বেশি সময়ের লড়াইয়ের পর অবশেষে রবিবার আইপিএল ২০২২ ফাইনালে (IPL 2022 Final) মুখোমুখি হতে চলছে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals)। লিগ পর্ব ১৪টি ম্য়াচের মধ্যে ৯টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় দল হিসেবে প্লে অফে পৌছায় রাজস্থান। সেখানে প্রথমে আরসিবির বিরুদ্ধে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে আরসিবিকে হারিয়ে ফাইনালে পৌছায় রাজস্থান। ফাইনালে আগে এক ঝলকে দেখে নিন রাজস্থান রয়্যালসের ফাইনাল পর্যন্ত যাত্রাপথ।