- Home
- Sports
- Cricket
- IPL 2022 Final- গুজরাটের বিরুদ্ধে আইপিএল ফাইনালে কেমন হতে পারে রাজস্থান রয়্যালস দল, দেখে নিন এক নজরে
IPL 2022 Final- গুজরাটের বিরুদ্ধে আইপিএল ফাইনালে কেমন হতে পারে রাজস্থান রয়্যালস দল, দেখে নিন এক নজরে
রবিবার আইপিএল ২০২২-এর মেগা ফাইনাল (IPL 2022 Mega Final)। মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস (GT vs RR)। ফাইনাল ঘিরে চড়ছে পারদ। হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে আইপিএল প্লে অফের প্রথম ম্য়াচে হারতে হয়েছিল সঞ্জু স্যামসনের দলকে। ফলে এই ম্যাচ জিতে ফাইনাল জয়ের পাশাপাশি বদবা নিতেও মরিয়া রাজস্থান। মেগা ফাইনালে কেমন হতে পারে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ, দেখে নিন একনজরে।
- FB
- TW
- Linkdin
জস বাটলার-
রাজস্থান রয়্যালস দলের ব্য়াটিং লাইনআপে সবথেকে বড় ভরসার নাম জস বাটলার। আইপিএব ২০২২-এ স্বপ্নেপ ফর্মে রয়েছেন ব্রিটিশ তারকা। এখনও পর্যন্ত আইপিএলে ৪টি শতরান, ৪টি অর্ধশতরান সহ ৮২৪ রান করে ফেলেছেন। সর্বোচ্চ স্কোর ১১৬। ফাইনালে আরও একবার ব্য়াট হাতে বড় রান করাই লক্ষ্য জস 'দি বস' বাটলারের।
যশশ্বী জয়সওয়াল-
ফর্ম ওঠা নামা করেছে। বসতে হয়েছে রিজারভ বেঞ্চেও। তবে শেষের দিকে দলে ফিরে রাজস্থান রয়্যালসের ওপেনিংয়ে ভরসা দিয়েছেন যশশ্বী জয়সওয়াল। এখনও পর্যন্ত ৯ ম্য়াচে ২টি অর্ধশতরান সহ ২৩৬ রানন করেছেন জসওয়াল। ফাইনালে আরও একবার নিজের সেরাটা দিতে মরিয়া তরুণ ওপেনার।
সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক, অধিনায়ক)-
ব্য়াট হাতে এবার আইপিএলেও দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্য়ামসন। তার অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত এবারের আইপিএলে ১৬টি ম্য়াচ খেলে ৪৪৪ রান করেছেন সঞ্জু স্য়ামসন। ফাইনালেও দলকে সাফল্য এনে দিতে মরিয়া রাজস্থান রয়্যালস।
দেবদূত পাড়িকল-
রাজস্থান রয়্যালসের মিডিল অর্ডারে অন্যতম প্রধান প্লেয়ার হলেন দেবদূত পাড়িকল। এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এ ১৬ ম্য়াচে ৩৭৪ রান করেছেন তিনি। তবে নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি দেবদূত পাড়িকল। ফাইনালে বড় রান করে নিজের জাত চেনাতে মরিয়া বাঁ হাতি তরুণ ব্যাটসম্য়ান।
শিমরন হেটমায়ার-
এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন রাজস্থান রয়্যালসের ক্যারেবিয়ান তারকা শিমরন হেটমায়ার। শেষের দিকে নেমে রাজস্থানের সেরা হার্ড হিটারও তিনি। ৫০-এর বেশি গড়ে এখনও পর্যন্ত আইপিএল ২০২২-এ ১৪ ম্য়াচে ৩০৩ রান করেছেন হেটমায়ার। ফাইনালেও নিজের হার্ড হিটিং বজায় রাখাই লক্ষ্য হেটমায়ারের।
রিয়ান পরাগ-
রাজস্থান রয়্যালসের লোয়ার মিডিল অর্ডারে রিয়ান পরাগ দলকে ভরসা দিচ্ছেন। এখনও পর্যন্ত খুব বেশি ব্য়াটিংয়ের সুযোগ আসেনি তার। তবে কয়েকটি ম্য়াচে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ১৬ ম্য়াচে করেছেন ১৬৮ রান। ফাইনালে নিজের সেরাটা দিতে মরিয়া রিয়ান পরাগ।
রবিচন্দ্রন অশ্বিন-
রাজস্থান রয়্যালসের স্পিন অ্য়াটাকে অন্যতম সেরা ভরসা রবিচন্দ্রন অশ্বিন। শুধু বল হাতেই নয়, ব্য়াট হাতেও রান করেছেন তিনি। ১৬ ম্য়াচে ১২টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্য়াট হাতে করেছেন ১৮৫ রান। ফাইনালে স্পিনের ভেলকি দেখাতে প্রস্তুত অশ্বিন।
যুজবেন্দ্র চাহল-
আইপিএল ২০২২-এ বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। এখনও পর্যন্ত এবারের আইপিএলে ১৬ ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন তিনি। পার্পল ক্যাপ পাওয়ার দৌড়েও রয়েছেন তিনি। ফাইনালেও আরও একবার নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় যুজবেন্দ্র চাহল।
ট্রেন্ট বোল্ট-
রাজস্থান রয়্যালসের পেস অ্য়াটাকে অন্যতম সেরা অস্ত্র নিউজিল্য়ান্ডের তারকে পেসার ট্রেন্ট বোল্ট। ১৫ ম্যাচে নিয়েছেন ১৫টি উইকেট। ফাইনালে বল হাতে নিজজের পেস ও সুইংয়ের দ্বারা দলে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য রাজস্থান রয়্যালস পেসারের।
প্রসিদ্ধ কৃষ্ণা-
রাজস্থান রয়্যালস পেস অ্যাটাকে দুরন্ত ফর্মে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্লে অফের প্রথম ম্যাচে গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারেউ পরপর ৩টি ছয় মেরে ম্যাচ ফিনিশ করেছিলেন ডেভিড মিলার। আরসিবির বিরুদ্ধে ফর্মে ফিরে ফেরে নিয়েছেন ৩টি উইকেট। মরসুমে ১৬ ম্যাচে নিয়েছেন ১৮টি উইকেট।
ওবেড ম্য়াককয়-
একটু রান বেশি খরচ করলেও প্রতি ম্যাচে উইকেট নিয়ে সকলের নজর কেড়েছে রাজস্থান রয়্যালসের বাঁ হাতি পেসার ওবেড ম্যাককয়। আইপিএল ২০২২-এ ৬টি ম্যাচ খেলে নিয়েছেন ১১টি উইকেট। ফাইনালে আরও একবার নিজের সেরাটা দিতে মরিয়া ওবেড ম্যাককয়।