আলিয়া থেকে জ্যাকলিন বিড়াল-প্রেমে মজে বলি-সুন্দরীরা, দেখে নিন তাঁদের প্রিয় পোষ্যের সঙ্গে ছবিগুলি
Aug 08 2022, 10:51 AM ISTবলিউডের সেলিব্রিটিরা তাঁদের পোষা প্রাণীকে ভালবাসে এবং তাঁরা নিশ্চিত করে যে আমরা এটি জানি। অবিরাম ইনস্টাগ্রাম আপডেট থেকে শুরু করে তাদের পোষা প্রাণীর সঙ্গে অসংখ্য ছবি পর্যন্ত, তাঁদের প্রিয় পোষা প্রাণীর প্রতি তাঁদের ভালবাসা প্রদর্শনের কোন শেষ নেই। আজ আন্তর্জাতিক বিড়াল দিবস, তাই আমরা আপনার জন্য এমন অভিনেতাদের নিয়ে এসেছি যারা তাদের পোষা বিড়ালের সঙ্গে একটি বিশেষ বন্ডিং শেয়ার করেন।ইন্টারন্যাশনাল ক্যাট-ডেতে বলিউড অভিনেত্রী এবং তাঁদের পোষা বিড়ালদের কিছু দারুন মিষ্টি ছবি রয়েছে যা দেখলে বোঝা যায় তাঁরা কতটা পশুপ্রেমী, আমরা ৮ই আগস্ট আন্তর্জাতিক বিড়াল দিবস উদযাপন করার সময়, বি-টাউনের সত্যিকারের বিড়াল প্রেমীদেরকে একবার দেখে নি চলুন।