Sports 2021: তালিকায় নেই কোনও ভারতীয়, চলতি বছরে এরাই ওডিআইতে সেরা ১০ রান সংগ্রহকারী

Dec 29 2021, 08:33 PM IST

২০২১ সালকে বিদায় জানিয়ে ২০২২ সালকে স্বাগত জানানোর পালা। প্রতিটি ক্ষেত্রেই  গোটা বছরের স্মৃতি চারণ করছে গোটা বিশ্ব। ক্রীড়া ক্ষেত্রে  উল্লেখযোগ্য ম্য়াচ বা ঘটনার পাশাপাশি রেকর্ড জানার কৌতুহলও কম নয় ক্রীড়া প্রেমিদে (Sports Lover)মধ্যে। আজ আপনাদের জানাব ২০২১ সালে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার কারা। অবাক করা বিষয় হল এই তালিকায় বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) বা কেএল রাহুল (KL Rahul), কোনও ভারতীয় তারকাই জায়গা করে নিতে পারেনি। রয়েছে আয়ারল্যান্ডের (Ireland) ৩, বাংবাদেশেরে (Bangladesh) ৩, পাকিস্তানের (Pakistan) ২ এবং দক্ষিণ আফ্রিকা (South Africa) ও শ্রীলঙ্কার (Sri Lanka) এক জন করে ক্রিকেটার।