Sunny Leone News -

30 Stories
Asianet Image

ঋণ দেওয়ার নাম করে প্রতারণা, আর্থিক জালিয়াতির শিকার সানি লিওন

Feb 18 2022, 12:31 PM IST
নীল ছবির লাস্যময়ী সানি লিওনকে নিয়ে সর্বদাই উত্তাল সোশ্যাল মিডিয়া। নেটদুনিয়ায় নিজের জনপ্রিয়তা সর্বদাই ধরে রেখেছেন সানি লিওন (Sunny Leone) । বরাবরই নেটদুনিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী সানি লিওন। তাকে নিয়ে সর্বদাই নেটিজেনদের আগ্রহ যেন মুখিয়ে থাকে। এবার ঋন দেওয়ার নাম করে প্রতারণা সানি লিওনের সঙ্গে। তার প্যান কার্ড ব্যবহার করে আর্থিক জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি একটি টুইটে সানি জানান তার প্যান কার্ড ব্যবহার করে এক ব্যক্তি দুহাজার টাকা ঋণ নিয়েছেন। তবে এক আর্থিক সংস্থাকে এ বিষয়ে অভিযোগ জানালেও সেখান থেকে কোনও সাহায্য পাননি বলেই অভিযোগ করেছেন সানি লিও। যদিও আবার কিছুক্ষণ পরেই সেই টুইটটি মুছে দেন সানি লিওন।

More Trending News

Top Stories