Suvendu Adhikari on KMC Election: 'সৌরভ দাস বঙ্গভূষণ পাবেন', ফলাফলের পর কী বলছেন শুভেন্দু
Dec 21 2021, 03:20 PM ISTকলকাতা পুর নির্বাচন ২০২১-এ (Kolkata Municipal Election 2021) তৃণমূল কংগ্রেসের (TMC) জয়জয়কারের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সৌরভ দাস (Saurav Das, CEO West Bengal) বঙ্গবিভূষণ (Banga Bibhushan) উপাধি পাবেন বললেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।