বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের গাড়িতে আগুন- দেখুন সেরা ১৫টি ছবি
Sep 13 2022, 05:39 PM ISTবিজেপির নবান্ন অভিযান ঘিরে দিনভর জল্পনা ছিল তুঙ্গে। সোমবার রাতে থেকেই আসতে শুরু করেন বিজেপির নেতা কর্মীরা। রাত থেকেই একাধিক জায়গায় পুলিশ আটকায় বিজেপি কর্মীদের। মঙ্গলবার সকালেই ছবিটা তেমন বদলায়নি। এদিন সকাল থেকেই নবান্নমুখী সব রাস্তা ছিল পুলিশের দখলে। কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল বিস্তীর্ণ এলাকা। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। হাওড়া ব্রিজের মত গুরুত্বপূর্ণ সংযোগ স্থলও একটা সময় বন্ধ করে দিয়েছিল পুলিশ। এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি নেতা কর্মীরা তাদের অদম্য মনোভাব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে এগিয়ে যান। গ্রেফতার করা হয় বিজেপির প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট চক্রবর্তী, রাহুল সিনহা-সহ একাধিক বিজেপি নেতারা। দিলীপ ঘোষ জানিয়েছেন, জল কামান আর কাঁদানে গ্যাসের কারণে বেশ কিছু বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েন। মাথা ফেটে হাসপাতালে ভর্তি হয়েছে বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিত।