KMC Election 2021: ‘কোনও বুথেই পুনর্নির্বাচন হবে না’, সাফ জানাল রাজ্য নির্বাচন কমিশন
Dec 20 2021, 11:03 AM ISTরবিবার গোটা দিনই উত্তাল ছিল কলকাতা। পুরভোটকে কেন্দ্র করে ঘটনার ঘনঘটা ছিল শহরে। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরই একাধিক অভিযোগ উঠতে শুরু করে শাসকদলের বিরুদ্ধে। কোথাও এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া, কোথাও ছাপ্পাভোট, কোথাও ভুয়ো ভোটার আবার কোথাও বোমাবাজির অভিযোগ তোলা হয়েছে।