'মুখ্যমন্ত্রী টালি নালার জমি জবরদখল করে বাড়ি বাড়িয়েছেন', উচ্ছেদ অভিযান নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর
Jun 29 2024, 02:02 PM ISTশুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী জবরদখল হটানোর কথা বলেছেন। আপনি (আপনি) নিজে কালীঘাটের টালি নালার জমি জবরদখল করে বাড়ি সম্প্রসারণ করেছেন। মিটিং হল বানিয়েছেন। চলুন আমাক সঙ্গে!