খোলা পিঠ, হট লুক তো অনেক হল, উর্বশীর এই গোপন ট্যালেন্টের খবর কি কেউ জানেন
Feb 15 2022, 12:12 PM ISTহট লুকে এবার নেটমহলকে তাক লাগালো উর্বশী (Urvashi Rautela), উর্বশীর প্রতিটা ফ্রেমেই যেন পার্ফেক্ট, একের পর এক বোল্ড পোজে সকলের নজরে এলেন তিনি, বিটাউনের এই হট কুইনের পোস্টেই এখন নেট পাড়ায় ঝড়, উর্বশীই এই লুকেই মুগ্ধ ভক্তমহল। উর্বশী রাউটেল্লাকে ঘিরে এমন খবর খুব স্বাভাবিক, এক কথায় বলতে গেলে এই সেলেবের প্রতিটা ফ্রেমই যেন এক কথায় পার্ফেক্ট। সদ্য় একের পর এক সেসিব্রিশনের মুহূর্তে কাটিয়ে উঠেছে গোটা দেশ, বিটাউনেও তার ছোঁয়া অব্যহত, বরাবরের মতই এবার একাধিক বোল্ড লুকেই ধরা দিলেন উর্বশী। তবে কী এমন নতুন ঘটালেন সেলেব!