- Home
- Entertainment
- Bollywood
- Viral Urvashi Rautela: ৪০ কোটি টাকার গাউনে সোনা-হীরে খোদাই, ব়্যাম্পে চোখে ঝলসানো উর্বশী
Viral Urvashi Rautela: ৪০ কোটি টাকার গাউনে সোনা-হীরে খোদাই, ব়্যাম্পে চোখে ঝলসানো উর্বশী
- FB
- TW
- Linkdin
বর্তমানে হামেশাই খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছেন সেলেব উর্বশী রাউটেল্লা (Urvashi Rautela)। একের পর এক স্টানিং লুক থেকে শুরু করে অ্যাক্টিভিটি তাঁকে বারে বারে ট্রেন্ডে তুলে এনেছে। যা মুহূর্তে হয়ে উঠল ভাইরাল। সেখানেই বোল্ড লুকে ধরা দিলেন এই বলিউড সুন্দরী।
বলিউডে পা রাখার পর থেকেই নিজের স্টানিং লুক ও স্টাইল স্টেটমেন্টে ঝড় তুলেছিলেন উর্বশী রাউটেলা (Urvashi Rautela)। তাঁর প্রতিটা লুকই যেন এক কথায় ভাইরাল (Viral News), নেট দুনিয়ায় চোখে রাখলেই তা সাফ হয়ে যায়, ঠিক কোনও স্তরে ভক্তদের উত্তেজনা এই সেলেবকে ঘিরে। তাঁর প্রতিটা পোস্টই এক কথায় নজর কাড়ে ভক্তমহলের।
যদিও বিটাউন (Bollywood) তাঁকে সেই সুযোগ দেয়নি, যেভাবে মডেলিং কেরিয়ারে সফল উর্বশী। সদ্য় তাঁরই মুকুটে এলো নয়া পালক। আন্তর্জাতিক স্তরে মিস ইউনিভার্স (Miss Universe 2021) প্রতিযোগিতায় এবার বিচারকের ভূমিকায় দেখতে পাওয়ার কথাই কয়েকদিন আগে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।
ভারতের পতাকা হাতে ব়্যাম্পে হাঁটার কথাও তিনি শেয়ার করেছিলেন। উর্বশী প্রথম ভারতীয় মডেল, যাঁর নাম উঠে এসেছে এই সেরার সেরা লিস্টে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করতেই মুহূর্তে তা নজর কাড়ে। তবে এবার কেবলই তাঁর বোল্ড লুক নয়, নজর কাড়ল তাঁর পোশাক।
খবরের শীরোনামে জায়গা করে নিল উর্বশীর ৪০ কোটি টাকার সোনা হীরে মনিমানিক্যে তৈরি করা পোশাক, যা পরে তিনি ব়্যাম্পে হাঁটলেন উর্বশী। বলিউডে সেভাবে প্রসার না জমলেও উর্বশী যে মডেল দুনিয়াকে নিজের হট লুকে কাঁপিয়ে রেখেছিলেন, তা নিয়ে কোনও দ্বিমতই নেই, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।
৭০ তম মিস ইউনিভার্স বা বিশ্ব সুন্দরী (Miss Universe 2021) নির্বাচনের অনুষ্ঠানে ছিলেন উর্বশী। উর্বশীর জীবনে এই প্রাপ্তী যদিও প্রথম নয়। সদ্য আবারও এই স্টার সকলের চোখে হয়ে উঠলেন ভাইরাল, ‘আরব ফ্য়াশন উইকে’ ওই গাউন পরে শো স্টপার হিসেবে হাজির হয়েছিলেন এই বলি সুন্দরী।
প্রথম ভারতীয়, যিনি দুবার আরব ফ্যাশন উইকে যোগদান করেছেন। এখানেই শেষ নয়, পাশাপাশি এতো দামী পোশাক পরে ব়্যাম্পেও এর আগে কেউ হাঁটেনি। যার ফলে এই ছবি এখন নেট দুনিয়ায় ঝড় তুলেছে। মহারানি ক্লিওপেট্রা লুকে এই গাউন তৈরি, যা দেখে চোখ ধাঁধিয়ে যায় ভক্তদের।
গাউনটি ডিজাইন করেছেন খ্যাতনামা ডিজাইনার ফার্নে ওয়ান আমানতো, তিনি সোনা ও মনি মানিক্য দিয়ে এই পোশাকটি তৈরি করেছেন, যে ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেই শেয়ার করেছেন উর্বশী। এই পোশাকের নাম দেওয়া হয়েছে ‘ক্লিওপেট্রা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটফিট’।
উর্বশী রাউটেল্লা বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্ট ও বোল্ড লুক নিয়ে থাকেন খবরের শিরোনামে, ঝড়ের বেগে ভাইরাল তাঁর প্রতিটা পোস্ট, এই সেলেবের স্টাইল স্টেটমেন্টই এক কথায় সেরার সেরা, সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা মুহূর্তে নজরে আসে সকলের।