Urvashi rautela News -

29 Stories

একটু হলেই বেরিয়ে যেত সুডৌল স্তনযুগল, পোশাক সামলে 'বুর্জ আল আরব'-এ স্টেজ কাঁপালেন উর্বশী

Apr 04 2022, 09:02 AM IST
বলি অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে চর্চার শেষ নেই বলিউডে। সর্বদাই অভিনেত্রীকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। তবে উর্বশী রাউতেলার কোনও পরিচয়ের প্রয়োজন নেই। বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা, নায়িকা হিসেব যতটা না জনপ্রিয়তা অর্জন করেছেন তার চেয়ে অনেক বেশি মডেল হিসেবে জনপ্রিয়। আইটেম ডান্স ছাড়া বলিউডে সেভাবে নজরও কাড়েননি অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনয় দক্ষতা দিয়ে নিজের নাম পাকাতে না পারলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজের ছাপ রেখেছেন উর্বশী রাউতেলা । ফের শিরোনামে উঠে এসেছেন উর্বশী রাউতেলা, তবে এবার তিনি যেটা করেছেন তা আজ পর্যন্ত কোনও ভারতীয় তারকা করতে পারেননি, কিন্তু উর্বশী সেই সাফল্য অর্জন করেছেন।

More Trending News

Top Stories