T-20 Series- মাঠের মাঝেই এ কি করলেন হিটম্যান রোহিতের কর্মকাণ্ড ভাইরাল নেটদুনিয়ায়
Nov 18 2021, 07:01 PM ISTভারতীয় ক্রিকেটে ফের 'চড় কাণ্ড', তবে সত্যিই কতটা সিরিয়াসলি এই ঘটনা ঘটেছে এই নিয়েই উঠছে প্রশ্ন। বুধবার টি-২০ সিরিজে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের থেকে জয় ছিনিয়ে বিশ্বকাপের ক্ষত ভহুলেছে ভারত। অন্যদিকে অধিনায়ক হিসাবে এই প্রথম ইনিংস শুরু করেছেন রোহিত। এই ম্যাচ জিতে এবার বিতর্কে জড়ালেন রোহিত শর্মা।