বুধবার সকালে জলখাবারের টেবিলে বিরাট অনুষ্কা জুটির সাথে ভামিকা। ছবিতে অনুষ্কা ও বিরাটকে ক্যামেরার দিকে তাকিয়ে হেসে পোজ দিতে দেখা যাচ্ছে। অন্যদিকে আর একটি চেয়ারে বসে মিষ্টি ভামিকা।
কাজের বোঝার দোহাই দিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। ড্রেসিংরুমের অশান্তিই কি আসলে কারণ?