Asianet Image

Virat Kohli: ২০০৮ থেকে ২০২১, প্রতিবছর কটি করে সেঞ্চুরি করেছেন কোহলি, দেখুন 'বিরাট' পরিসংখ্যান

Jan 18 2022, 12:37 PM IST

আধুনিক ক্রিকেটে (Modern Cricket) 'রান মেশিন' বলা হয় বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket)সর্বোচ্চ সেঞ্চুরি (Century)করার নিরিখেও সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও রিকি পন্টিংয়ের (Ricky Ponting) পরেই রয়েছেন বিরাট কোহলি। কিন্তু বিগত ২ বছর সেঞ্চুরি নেই তার ব্য়াটে। একাধিক কারণে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)অধিনায়কও (Captain)আর তিনি নন। এক তবে ক্রিকেটার বিরাট স্বমহিমাতেই ফিরবেন বলে আশাবাদী তার ফ্যানেরা। ব্য়াটে ফের বইবে সেঞ্চুরির বন্যা। দক্ষিণ আফ্রিকার (South Africa)বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে দেখে নিন ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বছর পিছু বিরাট কোহলির সেঞ্চুরি, হাফব সেঞ্চুরি, রান, গড় ও সর্বোচ্চ স্কোরের পরিসংখ্যান। 
 

Top Stories