দক্ষিণবঙ্গ থেকে শীত কার্যত উধাও হয়ে গেছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ এবং সর্বনিম্ন তাপমাত্রা চড়ে গেছে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
বৃষ্টির সতর্কতা জারি হল একাধিক রাজ্যে। জেনে নিন কেমন থাকবে বাংলার আবহাওয়া।
আজ কলকাতায় আকাশ থাকবে কিছুটা কুয়াশাচ্ছন্ন। সকাল কুয়াশা পড়তে পারে। মূলত পরিষ্কার আকাশ থাকবে।
এদিকে উত্তরে হাওয়ার দাপতে ইতিমধ্যে নাজেহাল অবস্থা সকলের। এরই মাঝে বৃষ্টি- সব মিলিয়ে কাবু শহরবাসী।
আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টি হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিন বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর হওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় কম ছিল।
বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস সেখানে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
শৈত্য প্রবাহের কবলে উত্তর ভারত। বৃহস্পতিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্র ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস। শহরের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।