আসছে শীত, নামছে পারদ! নববর্ষে কেমন থাকবে দেশের আবহাওয়া?
রাজ্যে আসছে কনকনানি শীত! আর কয়েকদিনের মধ্যেই বদলে যাবে আবহাওয়া
পুজোতে কি বৃষ্টি হবে? আবহাওয়া দফতরের তরফে কী আপডেট এল, একবার দেখে নেওয়া যাক।
দার্জিলিং-এর সঙ্গে কার্শিয়াং, কালিম্পিং-এর সঙ্গে তাপমাত্রা বাড়ছে সিকিমেও। গত কয়েক দিন ধরেই পাহাড়ের তাপমাত্রার পারদ চড়ছিল
দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম রয়ে যাচ্ছে।
উপকূলে সমুদ্রের ২.৪ থেকে ২.৬ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা। কলকাতা সহ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কখনও হালকা,কখনও মাঝারি বৃষ্টিতে ভরা শ্রাবণ। তবে জুন মাসের মতো জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে।
শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া।
দক্ষিনবঙ্গে আগামী পাঁচদিন ভালোরকম বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মূলত এই নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব আরও বাড়বে।