১৩৪ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। তবে বাম ও কংগ্রেস মাত্র ২টি করে আসন পেলেও ভোটপ্রাপ্তির শতাংশের হারে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা।
পুরভোটে সবুজ আবীরের মাঝেই ২২ নং ওয়ার্ডে গেরুয়া রঙ আনলেন বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত। এদিন সাফ জানালেন 'মানুষের জন্য কাজ করছেন, তাই জয়তো পাবেনই।'
মিছিল শুরু হওয়ার আগেই দেখা যায় সিআর এভিনিউ-এ মুরলিধর সেন লেন-এর মুখে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। এমনকী কাতারে কাতারে পুলিশকর্মীদের সেখানে মোতায়েনও করা হয়েছে। মুরলিধর সেন লেন-এর যে অংশটা কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছে সেখানেও পুলিশ ব্যারিকেড করে দেয়।
কলকাতা পুর ভোট, ২০২৪-এর লোকসভা ভোটকে পথ দেখাবে, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার ভোটের হিংসার ছবি দেখিয়েই সারা দেশে তাঁর নাক কাটতে নামল বিজেপি (BJP)।
কেন্দ্রের শাসক দলকে কটাক্ষ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এদিন রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে তিনি বলেন হিন্দুত্ব মানে সততা, ভালবাসার ধর্ম।
শুভেন্দু বলেন, "একাধিক জায়গায় বিজেপি বিধায়কদের বাধা দেওয়া হচ্ছে। কলকাতা আসার পথে দুজন বিজেপি বিধায়ককে রাস্তা থেকে গ্রেফতার করা হয়েছে। ১২ জন বিধায়ককে এমএলএ হস্টেলের ভিতরে আটকে রাখা হয়েছে।"
পুরভোট বাতিলের দাবিতে একযোগে বিক্ষোভ বাম-বিজেপির-কংগ্রেসের। পুরভোটের দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিরোধীরা।
'কোনও মেয়েকে দিয়ে শাড়ি ছিঁড়ে দিয়ে মিথ্যে অভিযোগ করছেন বিরোধীরা', বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের ইস্যুতে বিস্ফোরক বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 'কলকাতার পুরসভার নির্বাচন সুষ্ঠু নির্বাচন হচ্ছে', বলেই দাবি মন্ত্রীর ।
মানিকতলায় ২৮ নম্বর ওয়ার্ডে জে এন রায় হাসপাতালে বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যা নিয়েও বর্তমানে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের স্পষ্ট অভিযোগ বিরিয়ানীর প্রলোভন দেখিয়ে ভোটারদের টানার চেষ্টা করছে বিজেপি।
মীনাদেবী পুরোহিতের অভিযোগ, এখানে তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে বুথ দখলের চেষ্টা করছে। বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। হেনস্থা করা হয়। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপি প্রার্থী এখানে এসে অশান্তি পাকানোর চেষ্টা করেন।