হিন্দু শাস্ত্রে, বিশেষ বিশেষ দেব- দেবীর উপাসনার জন্য নির্দিষ্ট তিথির কথা বলা হয়েছে। যেমন, গণেশ (Lord Ganesh) পুজো করা হয় চতুর্থীতে। বিষ্ণুর (Lord Vishnu) পুজো হয় একাদশীতে আর শিবের (Lord Shiv) পুজো হয় চতুর্দশীতে। এমনই, অষ্টমী তিথিতে (Astami Tithi) দেবী দুর্গার আরাধনার করার কথা উল্লেখ করা আছে।