রিয়্যাল লাইফ হিরো এবার কামব্যাক করছেন বড়পর্দায়। সোনুর অভিনয়ের কথা নতুন করে বলার কিছু নেই। আজই মুক্তি পাচ্ছে কোরাতলা শিভা পরিচালিত ছবি 'আচার্য'। দক্ষিণী ছবি 'আচার্য' দিয়েই কামব্যাক করছেন সোনু সুদ। এই ছবিতেই সোনুর সঙ্গে দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবী ও রামচরণ অভিনয় করছেন। কোরাতালা শিবা পরিচালিত ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সোনু সুদকে। সম্প্রতি এক প্রথমসারির সংবাদমাধ্যমে সোনু জানিয়েছেন, 'আচার্য' ছবিতে খলনায়কের চরিত্রে দর্শকরা কতটা তাকে মেনে নেবে তা ভীষণই চিন্তার বিষয়। ছবি নির্মাতারাও এই নিয়ে চিন্তিত ছিলেন যে সোনুকে নেতিবাচক চরিত্রে আদৌ কি দর্শক গ্রহণ করবে। সোনু বলেন, আমাকে নেতিবাচক চরিত্রে দেখাটা অনেকটাই কঠিন। এমনকী প্রযোজক, পরিচালক , লেখকরাও যে আমাকে নেগেটিভ চরিত্রে কল্পনা করতে পারবেন না তা নিয়ে কথা বলেছিলেন। এবং এই কারণেই বেশ কিছু পরিবর্তনও করতে হয়েছিল 'আচার্য'র শুটিংয়ে এবং প্যানডেমিকেপ পরও কিছু অংশ পুনরায় শুটিং করা হয়েছিল।