মন্ত্রীসভায় অমিত শাহের স্থান নিশ্চিত, টুইটে বার্তা স্পষ্ট

Published : May 30, 2019, 06:04 PM ISTUpdated : May 30, 2019, 06:18 PM IST
মন্ত্রীসভায় অমিত শাহের স্থান নিশ্চিত, টুইটে বার্তা স্পষ্ট

সংক্ষিপ্ত

মন্ত্রীসভায় অমিত শাহের স্থান নিশ্চিত টুইট করে বার্তা দিলেন বিজেপি নেতা আজই নেবেন শপথ

সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়ের পর আজ মোদীর পাশাপাশি শপথ নিতে চলেছেন দলের হেভি ওয়েটরা। সেইসঙ্গে মন্ত্রীসভায় অমিত শাহের যোগদানও নিশ্চিত করা হল। এতদিন মন্ত্রীসভায় অমিত শাহের অংশ নেওয়া নিয়ে চলছিল জোড় গুঞ্জন। গতকালই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জল্পনা উস্কে দেওয়া হয়েছিল। কিন্তু গুজরাটের বিজেপি প্রধানের টুইটে আর কোনও সংশয় রইল না। 

 

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, বিজেপির দলীয় সভাপতি অমিত শাহের পাশাপাশি আজ মন্ত্রীসভায় শপথ নিতে চলেছেন নিতিন গডকরী, পিযুষ গোয়েল, নির্মল সীতারামান,  প্রকাশ জাভেদেকার ও রবি শঙ্কর প্রসাদ প্রমুখ। অমিত শাহের মন্ত্রীসভায় যোগদানের খবর আজ বিকেল ৪টের সময়ে টুইট করে জানান গুজরাটের বিজেপির প্রধান জিতু ওয়াঘানি। 

এক মাসের জন্য টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে কোনও প্রতিনিধি পাঠাবে না কংগ্রেস

উচ্চ থেকে নিম্নে পদার্পণ অমিতের, বিজ্ঞপ্তিতে কীসের ইঙ্গিত

মন্ত্রিসভায় অংশ নেওয়া নির্বাচিত মন্ত্রীদের সঙ্গে নরেন্দ্র মোদী নিজ বাসভবনে একটি বৈঠকের আয়োজন করেন, এদিন সেই বৈঠকে অংশ নেন অমিত শাহ। এরপরই অমিত শাহের মন্ত্রিসভায় যোগ দেওয়ার জল্পনার অবসান হয়। 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি